জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ব্যাঙ্গালোর যাওয়ার আগেই বিপর্যয়, রায়ান-শিরীনের মায়ের ষড়যন্ত্রের জালে পারুলের বাবার জীবন বিপন্ন! মেয়ের সত্য জানার আগেই মিথ্যার ফাঁদে জড়ালেন পারুলের বাবা! ‘পরিণীতা’য় পারুলের নতুন পরীক্ষা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পারুলকে দাদু জানতে চান কী উপহার লাগবে তার। পারুল অনুমতি চায় রায়ানের সঙ্গে দক্ষিন ভারত যাওয়ার। পারুল জানায়, সেখানে একজন সাংবাদিক আছেন যিনি তাঁর মায়ের সম্পর্কে অনেক কিছু জানেন। পারুলের মাকে যেহেতু শুধু বাবা চেনেন, তাই তাকেও সঙ্গে করে নিয়ে যেতে চায় সে। দাদু আর আপত্তি করে না, পারুলকে অনুমতি দিয়ে দেয়।

এদিকে রায়ানের মা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তিনি মনেমনে বলেন, সারা জীবন হেরেই যাবেন। কিছুই পাবেন না, এদিকে পারুলও সব পেয়ে বারবার জিতে যাবে এটা তিনি হতে দেবেন না। শিরীনকে ফোন করে তিনি সবটা জানান যে পারুল ব্যাঙ্গালোর যাচ্ছে সদাশিবন বলে একজন সাংবাদিকের সঙ্গে দেখা করে মায়ের খোঁজ নিতে। এই কথা শুনে আতকে ওঠে শিরীন এবং তার মা।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, Parineeta Today Full Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব, পরিণীতা নতুন পর্ব

রায়ানের মা অনুরোধ করেন, শিরীন যেন কোনও ভাবে পারুলকে আটকায়। শিরীন আর তার মা এমনিতেই জানেন যে, পারুল এইবার ব্যাঙ্গালোর গেলেই জেনে যাবে যে শিরীনের বাবাই তারও বাবা। শিরীনের মা ফন্দি করেন, যেহেতু একমাত্র পারুলের বাবাই তার মাকে দেখেছে তাই বাবার কোনও বিপদ ঘটাতে পারলেই পারুলের যাওয়া হবে না। ন্যাড়া গোয়ালে সমীরণদের ফোন করে শিরীনের মা পারুলের বাবার ক্ষতি করতে বলেন।

পরদিন দেখা যায়, গ্রামের অন্যতম ধনী পরিবার সিংহ রায়দের বাড়ি পারুলের বাবা লক্ষ্মী-নারায়ন পুজোতে গেছেন। পারুল ফোন করে দক্ষিণ ভারতে যাওয়ার কথাটা বলতেই তিনি রাজি হয়ে যান যেতে। এরপর পুজোতে বসেন তিনি। সমীরণের উস্কানিতে সিংহ রায়দের ছোট ছেলে পারুলের বাবাকে গয়না চুরি-র অভিযোগে ফাঁসিয়ে দেয়। তার ব্যাগ থেকে নতুন বউয়ের সোনার দুল উদ্ধার হলে, বাড়ির কর্তা পুলিশ ডেকে ধরিয়ে দেয় পারুলের বাবাকে।

এদিকে বসু বাড়িতে পারুল রায়ান গোপাল রুক্মিণীর বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। হঠাৎ ফোন আসে পারুলের কাছে, বাবাকে জেলে নিয়ে গেছে শুনে সে ভেঙে পড়ে। তাড়াতাড়ি করে ন্যাড়া গোয়ালে ছুটে যায় পারুল। অপমানে লজ্জায় পারুলের বাবা জানান তিনি এই কাজ করেননি। সবাই বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু কেন সেটাই পারুলকে বের করতে হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page